ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যবিপ্রবিতে কর্মরত সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ২১ জানুয়ারি ২০২৫  
যবিপ্রবিতে কর্মরত সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কর্মরত সাবেক শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘সাবেক যবিপ্রবিয়ানদের মিলনমেলা ২০২৫’ শীর্ষক এ মিলনমেলা শুরু হয়।

এতে সাবেক যবিপ্রবিয়ানদের উদ্দেশ্যে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন বলেন, “যবিপ্রবিতে আসার পর যারা আমার সঙ্গে দেখা করেছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি আপনাদের সঙ্গে কথা বলে। আপনারা একত্রিত হয়ে অ্যালামনাই সোসাইটি গঠন করতে চাচ্ছেন। আপনাদের জন্য শুভকামনা রইলো। ডানে-বামে না তাকিয়ে এটি গঠন করুন। বিশ্ববিদ্যালয় হল মা তুল্য। মায়ের মতো বিশ্ববিদ্যালয়ের জন্য একতাবদ্ধ হয়ে কিছু না কিছু করার চেষ্টা করতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে সাবেক যবিপ্রবিয়ানদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, “আমরা যেন পরস্পরের ভাই-বোন হয়ে যাই। তাহলে আমরা সবাই একে অপরকে পাশে পাব। আমরা এখানে সবাই একটি পরিবার। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাটা ধরে রাখতে পারলে আমাদের সম্মান আরো বেড়ে যাবে।”

তিনি বলেন, “এ বিশ্ববিদ্যালয়ে যারা অ্যালামনাই আছেন, তারা যেন শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও এগিয়ে নেয়। এ পরিবারের সবার জন্যই আমাদের হৃদয়ের জায়গা খোলা থাকবে, আমরা হৃদয় খুলে কথা বলব এবং যেকোন সমস্যা বা বিষয় নিয়ে একে অপরের পাশে থাকব।”

ইএসটি বিভাগের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে সিডিএম বিভাগের সহকারী অধ্যাপক হাসান মো. নাভীদ আঞ্জুম এবং পিইএসএস বিভাগের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে ফিজিক্যাল ইন্সট্রাক্টর মোঃ রায়হান রাকিব সঞ্চালনায় আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেন, সহযোগী অধ্যাপক ড. মোঃ ওমর ফারুক, সহকারী অধ্যাপক ড. মোছা: আফরোজা খাতুন।

এছাড়া বক্তব্য দেন, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মো. রাসেল আলী, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী নাজমুন নাহার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ড. মোঃ রাফিউল হাসান ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ড. সৈয়দ হাসান সোহান।

ঢাকা/ইমদাদুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়