ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ২৭ জানুয়ারি ২০২৫  
জবিতে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ষষ্ঠ আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম হয়।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনের সভাপতিত্বে এতে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানসহ বিভিন্ন দলের টিম ম্যানেজার ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের উপ-পরিচালক গৌতম কুমার দাসের সঞ্চালনায় উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, “সুস্থ দেহ, সুস্থ মন এবং মানসিক প্রফুল্লতার জন্য খেলাধুলার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয়ে এ ধরণের প্রতিযোগিতার আয়োজন যত বেশি হবে, শিক্ষার্থীরা তত বেশি বিকশিত হবে।”

এবারের ষষ্ঠ আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০২৫ এ ছাত্রদের শাখায় ৩৮টি বিভাগ ও দুইটি ইনস্টিটিউটসহ মোট ৪০টি দল এবং ছাত্রীদের শাখায় ১৪টি বিভাগ ও দুইটি ইনস্টিটিউটসহ মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়