ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিতুমীরে অনশনরত আরো ২ শিক্ষার্থী অসুস্থ

তিতুমীর কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ৩১ জানুয়ারি ২০২৫   আপডেট: ২৩:০১, ৩১ জানুয়ারি ২০২৫
তিতুমীরে অনশনরত আরো ২ শিক্ষার্থী অসুস্থ

অনশনে অসুস্থ হয়ে পড়া এক শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিতে গাড়িতে ‍তুলছেন সহপাঠীরা

রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করছে কলেজটির শিক্ষার্থীরা। এসময় আরো দুই অনশনরত শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

শুক্রবার (৩১ জানুয়ারি) তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়েছে। 

আরো পড়ুন:

অনশনরত অসুস্থ শিক্ষার্থীরা হলেন- বাংলা বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রানা আহমেদ ও গনিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান।

এর আগে গত বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন। তিনি তাদের (শিক্ষার্থী) অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান ও তাদের দাবি রাষ্ট্রের কাছে তুলে ধরার আশ্বাস দেন। তবে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ঘোষণা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

ঢাকা/উন্মে হাফছা/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়