ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহাখালীতে সড়ক অবরোধ, ‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচি শিথিল

তিতুমীর কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৪:৪৫, ২ ফেব্রুয়ারি ২০২৫
মহাখালীতে সড়ক অবরোধ, ‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচি শিথিল

রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন আন্দোলনের অন্যতম সংগঠক আলি আহমদ

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ঢাকার মহাখালীতে কলেজের সামনের সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তবে ইজতেমার মুসল্লিদের সুবিধার কথা বিবেচনা করে পূর্ব ঘোষিত বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটির কর্মসূচি কিছুটা শিথিল করার কথা জানিয়েছেন।  

রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ক্যাম্পাসের সামনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সংগঠক, ১৮-১৯ সেশনের শিক্ষার্থী আলি আহমদ।

তিনি বলেন, “আজ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের চলাচলে যেন কোনো বাধা সৃষ্টি না হয়, সে কারণে আমরা রেলপথ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ প্রত্যাহার করেছি। তবে নর্থ সিটির অন্যান্য সড়কে আমাদের ব্লকেড কর্মসূচি চলবে।”

তিনি আরো বলেন, “তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি দীর্ঘ ২৮ বছরের। নতুন সরকার ক্ষমতায় আসার পর আমরা সবকটি যথাযথ মাধ্যম ব্যবহার করেও কোনো প্রতিক্রিয়া পাইনি। নিরুপায় হয়েই আমরণ অনশন শুরু করি, যা আজ পঞ্চম দিনে গড়িয়েছে। কিন্তু এখনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। আমাদের ৩৫ হাজার শিক্ষার্থী দেখছে। ভাইয়েরা মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, অথচ কোনো সিদ্ধান্ত আসছে না। তাই শিক্ষার্থীরা  ‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচির মাধ্যমে চূড়ান্ত চাপ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে।”

এর আগে শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা তাদের পূর্ব ঘোষিত বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

ঢাকা/উম্মে হাফছা/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়