ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলা একাডেমির বানানরীতি ছড়িয়ে দেওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের

নোবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৭:৩২, ২ ফেব্রুয়ারি ২০২৫
বাংলা একাডেমির বানানরীতি ছড়িয়ে দেওয়ার আহ্বান নোবিপ্রবি উপাচার্যের

বাংলা একাডেমির প্রমিত বানানরীতি অনুসরণ এবং নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

রবিবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত ‘ভাষা পদযাত্রায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, “ভাষা শহীদদের স্মরণে এমন আয়োজন নিঃসন্দেহে উৎসাহব্যঞ্জক ও ধন্যবাদ পাওয়ার যোগ্য। একইসঙ্গে প্রতিটি ক্ষেত্রে আমরা যদি বাংলা ভাষার প্রচলন করতে পারি, তাহলে তা আমাদের দেশের জন্য কল্যাণকর হবে।”

তিনি আরো বলেন, “বাংলা একাডেমির যে প্রমিত বানানরীতি রয়েছে তা অনুসরণ এবং নতুন প্রজন্মের মাঝে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।”

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন (চন্দন আনোয়ার), বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এমডি. মাসুদ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পদযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়