ঢাকা     বৃহস্পতিবার   ২০ মার্চ ২০২৫ ||  চৈত্র ৭ ১৪৩১

জাবিতে ফুচকার দোকানে চাঁদাবাজি: ছাত্রদল নেতাকে অব্যাহতি 

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ১১ ফেব্রুয়ারি ২০২৫  
জাবিতে ফুচকার দোকানে চাঁদাবাজি: ছাত্রদল নেতাকে অব্যাহতি 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলার ফুচকা দোকানীদের কাছে দৈনিক ১ হাজার টাকা চাঁদা দাবি ও অনাদায়ে দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠে শাখা ছাত্রদল নেতা গোলাম রাব্বানী অর্নবের বিরুদ্ধে। তীব্র সমালোচনার মুখে তাকে জাবি শাখা ছাত্রদলের সদস্যপদ থেকে অব্যাহতি দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (সহ-সভাপতি পদমর্যাদা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদস্য গোলাম রাব্বানী অর্ণবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

আরও বলা হয়েছে, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং ছাত্রদলের নেতাকর্মীদের তার সঙ্গে কোন ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।

গত রোববার (৯ ফেব্রুয়ারি) শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী বটতলা এলাকায় কয়েকটি ভ্রাম্যমাণ দোকান মালিকদের কাছে যান। তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ দোকান বসানো বন্ধ আছে বলে জানান।

তবে তাদের প্রতিদিন ১ হাজার বা দেড় হাজার টাকা করে দিলে নির্বিঘ্নে ব্যবসা করতে পারবেন এবং কোন ধরনের সমস্যা হলে তারা দেখবেন বলে আশ্বাস দেন। তবে দোকানদাররা তৎক্ষণাৎ টাকা দিতে অস্বীকৃতি জানান। অভিযুক্তরা পরে যেকোন সময় টাকা নিতে আসবেন বলে জানান।

এ ঘটনা জানাজানি হলে জাবি শাখা সদস্য সচিব ওয়াসিম আহমেদ তদন্ত সাপেক্ষে এ  ঘটনার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ঢাকা/আহসান/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়