ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২২ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের অনঢ় অবস্থান

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২০:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
২২ দফা দাবিতে ববি শিক্ষার্থীদের অনঢ় অবস্থান

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসনের স্বৈরাচারী মনোভাব ও আওয়ামী ফ্যাসিস্টদের পুর্নবাসনের অপতৎপরতার প্রতিবাদে এবং ২২ দফা দাবি আদায়ে অনঢ় অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

এ সময় ক্লাস রুম ও আবাসিক হল সঙ্কট নিরসনে বাজেট আনতে ব্যর্থ হওয়া, শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মিথ্যা মামলা দেওয়া, সন্ত্রাসী ছাত্রলীগের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার প্রতিবাদ জানানো হয়। এসব বিষয় সমাধানসহ আগে ঘোষণা করা ২২ দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

কর্মসূচিতে বক্তারা বলেন, ববি প্রশাসনের স্বৈরাচারী মনোভাবের কারণে স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এছাড়া আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের অপচেষ্টা চলছে। অন্যদিকে সন্ত্রাসী ছাত্রলীগের নেতাকর্মীদের বিচার না করে উল্টো আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা দিয়েছে ববি প্রশাসন। এতে ভূক্তভোগী শিক্ষার্থীদের ভবিষ্যত জীবন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বক্তারা আরো বলেন, অবিলম্বে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ সব দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। অন্যথায় ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দাবি আদায় করে নেবে।

অন্যদের মাঝে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ, মোশাররফ হোসেন, শহিদুল ইসলাম শাহেদ প্রমুখ।

ঢাকা/মাসুদ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়