ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাসন্তী উৎসবে মেতেছে জবি শিক্ষার্থীরা

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ২০ ফেব্রুয়ারি ২০২৫  
বাসন্তী উৎসবে মেতেছে জবি শিক্ষার্থীরা

প্রকৃতির রুক্ষতা কেটে দিয়ে বসন্ত জানান দিয়েছে তার বার্তা। ষড়ঋতুর এই দেশে বসন্ত নিয়ে আসে নানা রঙ, সৌন্দর্য্য। বসন্ত কোকিল-পাপিয়ার মতো মানুষের মাঝেও আনন্দ নিয়ে এসেছে।

এ বসন্তকে বরণ করতে নানা আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ‘বন বিথীকার আঙিনায় ফাগুনের ইঙ্গিত’ শিরোনামে বসন্তকে বরণের আয়োজন করেন বিভাগটির শিক্ষার্থী ও শিক্ষকরা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এ সময় বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামানসহ সব শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

এ উৎসবকে কেন্দ্র করেন ছেলে-মেয়েদের বাসন্তী রঙের পাঞ্জাবী-শাড়ি পরতে দেখা যায়। একই আনন্দ ছড়িয়ে গেছে শিক্ষকদের মাঝেও। বসন্তকে বরণ করতে গান, কবিতা, নাচ, আবৃত্তি ও নাটকের আয়োজন করে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। 

এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা বলেন, “একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমরা সহশিক্ষা কার্যক্রম ও চর্চা করার চেষ্টা করি। প্রতিবারের মত এবারও প্রকৃতিতে বসন্তের আগমন উপলক্ষে আমরা বসন্ত উৎসব আয়োজন করেছি। 

শিক্ষার্থী প্রিয়া আফরোজ বলেন, “সাংস্কৃতিক আয়োজনে সমাজবিজ্ঞান বিভাগ বরাবরই এগিয়ে। বসন্তকে বরণ করতে আমাদের আজকের এই বর্ণিল আয়োজন; সেজেছি পুরো সমাজবিজ্ঞান পরিবার।”

সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামান বলেন, “সমাজবিজ্ঞান বিভাগের আঙিনায় বসন্ত এসেছে। আজকের এ আয়োজনের মধ্য দিয়ে বসন্তের আগমন আরো সুস্পষ্ট ও প্রাণবন্তভাবে ধরা দিয়েছে। সবাইকে বাসন্তী শুভেচ্ছা ও ভালোবাসা।”

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়