ঢাকা     শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৫ ১৪৩২

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাবিতে সেমিনার

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০২৫  
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাবিতে সেমিনার

নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ। আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘ফর অল উইমেন অ্যান্ড গার্লস: রাইটস, ইক্যুয়ালিটি, ইম্পাওয়ারমেন্ট’

নারী দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

আরো পড়ুন:

নারীর ক্ষমতায়ন নিশ্চিত এবং নারী-পুরুষ বৈষম্য দূর করতে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “বাংলাদেশের শ্রমবাজারে পুরুষদের তুলনায় নারীদের অংশগ্রহণের হার অনেক কম। শ্রমবাজারে প্রবেশের ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীদের অনেক বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে শ্রমবাজারে নারী-পুরুষ অংশগ্রহণের কাঠামোগত পরিবর্তন আনা দরকার।”

বিভাগের চেয়ারপার্সন ড. সাবিহা ইয়াসমিন রোজীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক রোকেয়া চেয়ার হিসেবে নিয়োগ পাওয়ায় বিভাগের প্রতিষ্ঠাকালীন সদস্য অধ্যাপক ড. নাজমুন্নেসা মাহতাবকে অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

ঢাকা/সৌরভ/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়