ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবির ভর্তি পরীক্ষা: ‘এ’ ইউনিটে উপস্থিতি ৮৩ শতাংশ 

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ১ মার্চ ২০২৫   আপডেট: ২০:২৭, ১ মার্চ ২০২৫
চবির ভর্তি পরীক্ষা: ‘এ’ ইউনিটে উপস্থিতি ৮৩ শতাংশ 

চবির ভর্তি পরীক্ষায় আসা ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকরা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে মোট আবেদনকারীর ৮৩.৫ শতাংশ অংশ নিয়েছেন।

শনিবার (১ মার্চ) দুপুর ১২টায় দেশের তিনটি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।  

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, চবির ‘এ’ ইউনিটের আসন সংখ্যা ১ হাজার ২১৫টি। এ বছর ‘এ’ ইউনিটে আবেদন করেছিলেন মোট ১ লাখ ৯ হাজার ৮১ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৯০ হাজার ৮০০ জন। এতে আসনপ্রতি লড়েছেন ৭৪ জন শিক্ষার্থী এবং উপস্থিতির হার  ৮৩.২ শতাংশ। এর মধ্যে শুধু চবি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ২০ হাজার ১৭২ জন শিক্ষার্থী। 

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন রাইজিংবিডিকে বলেন, “গত বছরের মতো এবারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র ছিল। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিয়েছেন। পরীক্ষায় উপস্থিতির সংখ্যাও ছিল সন্তোষজনক।”

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়