ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশ পাণ্ডুলিপি পুরস্কার পাচ্ছেন গবি শিক্ষার্থী আলীনুর

গবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ৩ মার্চ ২০২৫  
দেশ পাণ্ডুলিপি পুরস্কার পাচ্ছেন গবি শিক্ষার্থী আলীনুর

সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার ২০২৪’ পাচ্ছেন গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষার্থী মো. আলীনুর ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

বাংলা ভাষা ও সাহিত্যে বিশেষ অবদান রাখা ২০ জন প্রতিভাবান লেখককে সম্মানিত করতে প্রতি বছরের মতো এবারো ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার’ প্রদান করছে দেশ পাবলিকেশন্স। তিনি ‘চল্লিশের দশকের লোকসাহিত্য ও লোকসংস্কৃতি’ শাখায় পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) অনুভূতি প্রকাশ করে আলীনুর ইসলাম বলেন, “যেকোন স্বীকৃতি আনন্দের। আর ‘দেশ পাণ্ডুলিপি পুরস্কার’ পাওয়া আমার জন্য এক বিশেষ গৌরবের বিষয়। তবে এর সঙ্গে দায়িত্বও বহুগুণে বেড়ে যায়। এ অর্জন আমাকে আরও বেশি কাজ করতে অনুপ্রাণিত করবে এবং নতুন সৃষ্টির পথে এগিয়ে যেতে সহায়তা করবে।”

তিনি বলেন, “লোকসাহিত্য আমার শিকড়, আমার অস্তিত্ব। ছোটবেলা থেকেই লোকগান, লোকাচার, লোকক্রীড়ার মধ্যে বড় হয়েছি। এসবের মাঝেই আমার সাহিত্যচর্চার বীজ বোনা হয়েছে। আমার বাবা ছোটবেলায় লোকগানের আসরে নিয়ে যেতেন। সেই পরিবেশে বেড়ে ওঠার ফলে আমাদের ঐতিহ্য ও কৃষ্টির প্রতি গভীর ভালোবাসা গড়ে ওঠে। সেই ভালোবাসা থেকেই লোকসাহিত্য নিয়ে কাজ করছি।”

তিনি আরও বলেন, “আর এরই স্বীকৃতি হিসেবে এ পুরস্কার আমার জন্য অত্যন্ত মূল্যবান। তবে এ অর্জনের পেছনে বাবার অবদান অনস্বীকার্য। এ মুহূর্তে তাকে বিশেষভাবে মনে পড়ছে। সব মিলিয়ে, এটি শুধু একটি পুরস্কার নয়, বরং নতুন পথচলার অনুপ্রেরণা।”

আলীনুর ইসলাম ‘বঙ্গরাখাল’ নামে পরিচিত। তিনি এর আগে আবুল মনসুর আহমদ পুরস্কার (২০২০), জলধি সম্মাননা (২০২১), অনুপ্রাণন সাহিত্য সম্মাননা (২০২২) ও কাব্যশ্রী সাহিত্য পুরস্কার (২০২৪) অর্জন করেছেন।

ঢাকা/সানজিদা/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়