ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবির ভর্তি পরীক্ষায় ২ জুলাই-বিপ্লবীকে নিয়ে প্রশ্ন

চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৭, ৮ মার্চ ২০২৫   আপডেট: ১৯:০৮, ৮ মার্চ ২০২৫
চবির ভর্তি পরীক্ষায় ২ জুলাই-বিপ্লবীকে নিয়ে প্রশ্ন

শহীদ ফরহাদ হোসেন (উপরে বামে) ও হৃদয় তরুয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষার প্রশ্নে স্থান পেয়েছেন জুলাই বিপ্লবে নিহত চবির দুই শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেন।

শনিবার (৮ মার্চ) অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের সাধারণ জ্ঞান অংশে তাদের নিয়ে একটি প্রশ্ন করা হয়েছে।

আরো পড়ুন:

প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ‘জুলাই বিপ্লব, ২০২৪-এ শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?’ চারটি অপশনে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 

এছাড়া, আরেক জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণের তারিখ নিয়ে প্রশ্ন করা হয়।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া রোকন উদ্দিন নামের এক শিক্ষার্থী বলেন, “আমি আসলে জানতাম না, তারা কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। পরে যেহেতু এটা চবিতেই প্রশ্ন করেছে, তাই চবিই দাগিয়েছিলাম। তখন দ্বিধাদ্বন্দে থাকলেও পরে আমার উত্তরটা সঠিক- এটা জানার পর নিজেকে একটু আত্মবিশ্বাসী মনে হচ্ছে।”

গত বছরের ১৮ জুলাই চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছিলেন হৃদয়। ওইদিন চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুলাই তার মৃত্যু হয়।

অন্যদিকে, শেখ হাসিনার পতনের ঠিক আগের দিন ৪ আগস্ট নিজ জেলা মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে নিহত হন শহীদ ফরহাদ হোসেন। তারা উভয়েই চবির ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা/মিজান/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়