চবির বি ইউনিটে পাসের হার ২০ শতাংশ
চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
এতে পাস করেছেন ১২ হাজার ৬৫৬ জন পরীক্ষার্থী; যা পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষার্থীর ২০.২৪ শতাংশ।
রবিবার (১৬ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এ ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে ৭৯.৭৬ শতাংশ উত্তীর্ণ হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের আসন সংখ্যা ১ হাজার ২২১টি। এর বিপরীতে আবেদন করেন ৭৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী। তবে তিনটি কেন্দ্রে মোট উপস্থিত ছিলেন ৬২ হাজার ৫২৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৬৫৬ জন।
গত ৮ মার্চ তিন বিভাগীয় শহরে (ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চবির ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে এবার আবেদন করেন ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
আগামী ২২ মার্চ সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট এবং ২৪ মার্চ ‘ডি-১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে শেষ হবে এবারের চবির ভর্তিযুদ্ধ।
ঢাকা/মিজান/মেহেদী