ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: সিকৃবিতে উপস্থিতির হার ৬৬ শতাংশ

সিকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ১২ এপ্রিল ২০২৫   আপডেট: ২১:২৪, ১২ এপ্রিল ২০২৫
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: সিকৃবিতে উপস্থিতির হার ৬৬ শতাংশ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ (সিকৃবি) দেশের নয়টি কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সিকৃবি কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৬৬.৪৫ শতাংশ।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে ৩টা থেকে ৪টা পর্যন্ত এ গুচ্ছ পদ্ধতিতে এ ভর্তি পরীক্ষা  অনুষ্ঠিত হয়েছে।

সিকৃবিতে এ বছরের ভর্তি পরীক্ষায় ৬ হাজার ৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী অংশ নেন। সে হিসাবে সিকৃবি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৬৬.৪৫ শতাংশ। ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ১৫ এপ্রিল প্রকাশিত হবে বলে জানা গেছে।

এদিকে, পরীক্ষা শুরুর পর বিভিন্ন হল পরিদর্শন করেন সিকৃবি উপাচার্য অধ্যাপক মো. আলিমুল ইসলাম।

এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, “বিশ্ববিদ্যালয়ের সবার সার্বিক সহযোগিতায় খুবই সুন্দরভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ন্যায় এ বছরও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের এখানে ১১টি অঞ্চলে ১৩৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, সিকৃবিতে ছয়টি অনুষদে গত বছর  আসন সংখ্যা ছিল ৪৩১টি। সেটা বেড়ে এ বছর ৫৮০টি করা হয়েছে।”

এ বছর নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬ জন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৮০ জন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫ জন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫ জন।

এছাড়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫ জন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

ঢাকা/আইনুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়