ঢাকা     শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১২ ১৪৩২

রাবির পরীক্ষার জন্য শনিবার বন্ধ থাকবে জবি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ১৫ এপ্রিল ২০২৫  
রাবির পরীক্ষার জন্য শনিবার বন্ধ থাকবে জবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার কেন্দ্র হওয়ায় শনিবার (১৯ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১৯ এপ্রিল) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট) ভর্তি পরীক্ষা দুপুর আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন:

এ প্রেক্ষিতে আগামী শনিবার (১৯ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বিকেল ৪টা পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ করা হলো।

ঢাকা/হাসান/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়