ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৫ বছরের দুর্নীতির তথ্য উদঘাটনে রাবিতে সত্যানুসন্ধান কমিটি

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৬, ১৬ এপ্রিল ২০২৫   আপডেট: ১৯:৫৯, ১৬ এপ্রিল ২০২৫
১৫ বছরের দুর্নীতির তথ্য উদঘাটনে রাবিতে সত্যানুসন্ধান কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ১৬ বছরে হওয়া দুর্নীতি ও অনিয়মের তথ্য উদঘাটনে একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটি বিভিন্ন অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য উন্নয়ন প্রকল্প এবং শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতিতে হওয়া দুর্নীতি অনুসন্ধান করবেন।

আরো পড়ুন:

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) জনসংযোগ প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে বিশেষ করে ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানকালে সংঘটিত বিভিন্ন নির্যাতন ও হয়রানির তথ্য উদঘাটনের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীনকে।

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার সঙ্গে ফুঁসে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়ও। সেখানে আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চড়াও হলে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান অনেক শিক্ষক। তবে  একাংশের শিক্ষক ও ছাত্র রাজনীতির সঙ্গে জড়িতরা আন্দোলন দমনে সক্রিয় ছিলেন বলে খবর বের হয়।

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়