ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনদাতাদের গ্রেপ্তার দাবি 

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ১৬ এপ্রিল ২০২৫  
মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনদাতাদের গ্রেপ্তার দাবি 

বর্ষবরণের আনন্দ শোভাযাত্রার মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদে এবং দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) ঢাবির চারুকলা অনুষদে উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। এতে অনুষদের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও শিল্পীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

এছাড়া মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি জানিয়েছেন ঢাবির বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দ।

প্রাক্তন শিক্ষার্থী শিল্পী সঞ্জয় দে রিপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, ঢাবির জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, সহকারী প্রক্টর ইসরাফিল রতন, শিল্পী ড. মফিদুল ইসলাম খান, প্রাক্তন শিক্ষার্থী বুলবুল, প্রাক্তন শিক্ষার্থী খোরশেদ, বর্তমান শিক্ষার্থী হৃদয় প্রমুখ।

শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, একজন শিল্পীর বাড়িতে আগুন দেওয়ার মাধ্যমে পুরো শিল্পী সমাজের গায়ে আগুন দেওয়া হয়েছে। চারুকলা অনুষদের দীর্ঘদিনের ঐতিহ্য নববর্ষের শোভাযাত্রায় মোটিফ বানানোকে অপরাধ হিসেবে চিহ্নিত করে বেশ কিছুদিন ধরে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতভাবে বিরোধীতা করে আসছিল, তারাই যে পতিত স্বৈরাচারী সরকারের দোসর সেই ইঙ্গিতই বহন করে। যথাসময়ে এবং অত্যন্ত দ্রুততার সঙ্গে সেসব অপরাধের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাই।

তারা আরো বলেন, এবারের শোভাযাত্রার বিরোধীতাকারী, ১২ এপ্রিলের আগুন অপরাধী এবং শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়া অপরাধীদের অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এছাড়া শোভাযাত্রায় অংশগ্রহণকারী সব শিল্পী, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের কাছে দাবি জানাচ্ছি।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়