ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জবি ‘এ’ ক্যাটাগরিতে, আবাসন সমস্যা অগ্রাধিকার পাবে: ইউজিসি সদস্য

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ৭ মে ২০২৫  
জবি ‘এ’ ক্যাটাগরিতে, আবাসন সমস্যা অগ্রাধিকার পাবে: ইউজিসি সদস্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসিক সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।

তিনি বলেছেন, “হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত। ফলে উন্নয়ন প্রকল্প ও বাজেট বরাদ্দে এ বিশ্ববিদ্যালয় অগ্রাধিকার পাবে।”

বুধবার (৭ মে) জবি উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থী-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এই সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবিষয়ক সমস্যা সমাধানে গঠিত কমিটি উদ্যোগে আয়োজিত এ সভায় শিক্ষার্থীরা তাদের আবাসন-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও চাহিদা তুলে ধরেন।

সভায় ইউজিসি সদস্য বলেন, “শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়গুলোর চাহিদা অনুযায়ী সম্পদ বরাদ্দ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসিক সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে।”

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন এবং কমিটির অন্য সদস্যরা।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রইছ উদ্দীন বলেন, “আবাসন সংকট নিরসনে প্রশাসন, ইউজিসি ও সংশ্লিষ্ট সকল পক্ষকে একযোগে কাজ করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন স্বস্তিতে পড়াশোনা করতে পারে, সে ব্যবস্থা করতে হবে।”

উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন, “প্রচলিত কাঠামো ভেঙে পরিবর্তন আনার জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু ইউজিসির বাজেট নয়, অন্যান্য উন্নয়ন প্রকল্পেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বিশেষ গুরুত্ব দিতে হবে।”

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়