ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৭ দাবিতে উত্তাল কবি নজরুল কলেজ

জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ৭ মে ২০২৫  
৭ দাবিতে উত্তাল কবি নজরুল কলেজ

দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবকাঠামোগত সংকট ও প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৭ মে) কলেজ চত্বরে প্ল্যাকার্ড হাতে সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন:

কলেজের জরাজীর্ণ ছাত্রাবাস, শ্রেণিকক্ষের চরম সংকট, পর্যাপ্ত পরিবহন ব্যবস্থার অভাব, ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস, শিক্ষক সংকট ও জায়গার স্বল্পতার মতো বহু পুরনো সমস্যার স্থায়ী সমাধান চেয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তারা চান, এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে ভবিষ্যৎ প্রজন্ম যেন মানবেতর পরিস্থিতিতে শিক্ষা নিতে বাধ্য না হয়।

কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম বলেন, “বছরের পর বছর ধরে আমরা এই সমস্যাগুলো সহ্য করে আসছি। দাবি জানিয়েছি বারবার, কিন্তু কোনো অগ্রগতি নেই। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, দল-মত নির্বিশেষে এক হয়ে দাবিগুলো আদায়ের জন্য মাঠে নামব।”

কলেজ বিতর্ক ক্লাবের সভাপতি আজম খান বলেন, “১৫৩ বছরের গৌরবময় ইতিহাস থাকা সত্ত্বেও এই কলেজ আজও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। শিক্ষার্থীরা প্রতিনিয়ত অবহেলিত, অবকাঠামোগত সংকটে জর্জরিত। আমরা আর চুপ থাকব না।”

শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “আমরা এমন একটি প্রতিষ্ঠানে পড়ি, যেটা রাজধানীর অন্যতম প্রাচীন কলেজ। অথচ বাস্তবে এখানে মৌলিক সুযোগ-সুবিধা নেই। শিক্ষা নিতে গিয়ে যেন সংগ্রাম করতে হচ্ছে প্রতিনিয়ত।”

তাদের দাবিগুলো হলো- দীর্ঘদিনের অব্যবহৃত ছাত্রাবাস সংস্কার ও হলের জন্য নতুন জায়গা বরাদ্দ; ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক নতুন হল নির্মাণ; শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পর্যাপ্ত বাস ও পরিবহন ব্যবস্থা; শ্রেণিকক্ষ সংকট নিরসনে বহুতল একাডেমিক ভবন নির্মাণ; কলেজ ক্যাম্পাস সম্প্রসারণের জন্য নতুন জায়গা বরাদ্দ; ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে নতুন ভবন নির্মাণ এবং শিক্ষক সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়