চবি শিক্ষার্থীর হারানো মোবাইল পেয়ে ফেরত দিলেন রিকশাচালক
চবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

রিকশাচালক মো. জাফর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর হারানো মোবাইল পেয়ে ফেরত দিয়েছেন মো. জাফর নামের একজন রিকশাচালক।
বুধবার (২১ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সহকারী প্রক্টর নুরুল হামিদ কাননের কাছে মোবাইলটি জমা দেন তিনি।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের মোড় থেকে ওই রিকশায় উঠে দুজন শিক্ষার্থী পুরাতন কলা অনুষদে নামেন। তাদের একজন রিকশায় মোবাইলটি রেখে চলে যান। পরে রিকশায় একটি মোবাইল পেয়ে এর মালিককে খুঁজছিলেন তিনি। কিন্তু না পেয়ে মোবাইলটি প্রক্টর অফিসে জমা দেন ওই রিকশাচালক।
রিকশাচালক মো. জাফর বলেন, “সোহরাওয়ার্দীর মোড় থেকে দুইজন ছাত্র আমার রিকশায় উঠে পুরাতন কলা অনুষদে নামেন। পরে বিকশায় দেখি একটি মোবাইল পড়ে আছে। মোবাইলটি হাতে নিয়ে তাদের প্রায় দেড় ঘণ্টার মতো খোঁজাখুঁজি করি। কিন্তু না পেয়ে সেটা প্রক্টর অফিসে জমা দেই।”
সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, “অ্যান্ড্রয়েট মোবাইলটি পেয়ে রিক্সাচালক প্রক্টর অফিসে জমা দিয়েছেন। এতে বোঝা যায়, তিনি একজন নির্লোভ মাটির মানুষ। পরে প্রকৃত মালিককে মোবাইলটি ফেরত দেওয়া হয়েছে।”
ঢাকা/মিজান/মেহেদী