রাবির ফোকলোর বিভাগের শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার
রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

রাবি ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা
বিভাগের নাম সংস্কারসহ তিন দফা দাবিতে সকাল থেকে করা অনশন প্রত্যাহার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২২ মে) দাবি মেনে নেওয়ায় সন্ধ্যা ৬টায় তারা অনশন প্রত্যাহার করেছেন।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ফোকলোর বিভাগের নাম পরিবর্ধন/সংস্কার, যাতে বিষয়টির স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়; পিএসসি ও ইউজিসিতে ফোকলোর বিষয়ের নাম সংযুক্ত করে কোড প্রদান নিশ্চিত করা; পরীক্ষার ফলাফল ১ মাসের মধ্যে প্রকাশ করা এবং নির্ধারিত সময়ে ক্লাস রুটিন প্রকাশ করা। এছাড়া তাদের অন্যতম দাবি ছিল, বৃহস্পতিবারের মধ্যে ডিন অফিসে বিভাগ থেকে স্মারকরিপি দিতে হবে।
বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়া শুভ বলেন, “আমাদের যে দাবিগুলো ছিল, সেগুলো মেনে নেওয়া হয়েছে এবং ডিন অফিসে স্মারকরিপি দেওয়া হয়েছে। তাই আমরা অনশন প্রত্যাহার করেছি।”
বিভাগের সভাপতি অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “আমরা শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ডিন অফিসে স্মারকরিপি দিয়েছি। তাদের দাবি আমরা মেনে নিয়েছি। তারা অনশন প্রত্যাহার করেছে।”
ঢাকা/ফাহিম/মেহেদী