ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাকৃবিতে বীজের গুণমান ও স্বাস্থ্য-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ২৯ মে ২০২৫  
বাকৃবিতে বীজের গুণমান ও স্বাস্থ্য-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বীজের গুণগত মান ও স্বাস্থ্য-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বীজের গুণগত মান ও স্বাস্থ্য’-বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বীজ রোগতত্ত্ব কেন্দ্রের সেমিনার কক্ষে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কর্মকর্তাদের নিয়ে এ কর্মশালা শুরু হয়।

বিএডিসি’র আয়োজনে ও আর্থিক সহযোগিতায় সহায়তায় এ কর্মশালা আগামী ২ জুন শেষ হবে। 

অধ্যাপক গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আয়ুব আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জিএম মুজিবর রহমান।

অন্যদের মাঝে আরো বক্তব্য দেন, কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. হুমায়ুন কবির, এগ্রোমেটিওরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসান, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান প্রধান অধ্যাপক ড. কেএম গোলাম দস্তগীর এবং বিএডিসি'র রিসার্চ সেলের প্রধান সমন্বয়কারী ড. মো. নাজমুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জিএম মুজিবর রহমান বলেন, “সিড সায়েন্স নিয়ে এখনো আমাদের সুযোগ রয়েছে। যদিও শুরুতে আমরা পর্যাপ্ত গুরুত্ব দিতে পারিনি, এখনো এটি ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলার বাস্তব সম্ভাবনা আছে। কারণ বীজ নিয়ে ব্যবসা একটি বড় এবং সম্ভাবনাময় খাত।”

তিনি বলেন, “বিএডিসি ইতোমধ্যেই ব্যাপকভাবে কাজ করছে, বিশেষ করে কোয়ালিটি অ্যাসিউরেন্সে। তবে বীজের স্বাস্থ্য বা সিড হেলথ বিষয়ে এখনো পর্যাপ্ত কাজ হয়নি। আমাদের দেশে বছরে প্রায় ১ লাখ ৮০ হাজার সিড (বীজ) ব্যবহৃত হয়। অথচ এখনো অনেকের ধারণা নেই যে সিডের মাধ্যমে রোগ ছড়ায় এবং এটি একটি বড় সমস্যা হতে পারে।”

তিনি আরো বলেন, “সিড বোর্ণ রোগ থেকে মুক্ত রাখার বিষয়টি এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিএসডিসি'র অত্যাধুনিক ল্যাবরেটরি ও অবকাঠামো ব্যবহারের মাধ্যমে যদি দক্ষ জনবল তৈরি করা যায়, তবে বীজের স্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব। এই খাতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ লোক তৈরি করার বিশাল সুযোগ আমাদের সামনে রয়েছে।”

ঢাকা/লিখন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়