ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই শহীদদের স্মরণে ইবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ৯ জুলাই ২০২৫  
জুলাই শহীদদের স্মরণে ইবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ

বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে ইবি শাখা ছাত্রদল।

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ স্লোগানে পাঁচ শতাধিক বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

বুধবার (৯ জুলাই) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন।  

এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ, রুকন উদ্দিন, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, রুকনুজ্জামান, রাকিব হাসান সাক্ষর, তৌফিক, আল আমিন, রিয়াজ, হাফিজ, শাহরিয়ার নিলয়,রেজাউল ও আলী নূর প্রমুখ।

জানা যায়, ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটি বিভিন্ন ফলদ ও বনজ গাছ রোপণ করেছে। কয়েক ধাপে তারা এসব গাছ রোপণ করবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবরে একটি ফুল ও ফলের বাগান করার পরিকল্পনা নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “জুলাই-আগস্টে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতার ওপর স্বৈরাচার শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছিল, সেই শহীদের স্মরণে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। আমরা বিশ্ববিদ্যালয়ের লেকের পাশে একটি বাগান তৈরি করব। এছাড়াও ক্যাম্পাসে বৃক্ষরোপণ করব এবং বৃক্ষ বিতরণ করব।”

তিনি বলেন, “জিয়া ট্রি রোপণের মাধ্যমে আজ থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা একটি সাম্য মানবিক মর্যাদার সুন্দর বাংলাদেশ চাই। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে জুলাই শহীদদের ধারণ করব এবং জুলাই চেতনাকে ধারণ করব। সেই সঙ্গে আমরা একটি নিরাপদ ক্যাম্পাস এবং নিরাপদ জনজীবন প্রত্যাশা করি।”

ঢাকা/তানিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়