বাকৃবিতে ১০০ খামারিকে প্রশিক্ষণ দিল জিয়া ফাউন্ডেশন
বাকৃবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
কৃষকদের আদর্শ খামারি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) খামার ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন ময়মনসিংহের সুতিয়াখালী অঞ্চলের ১০০ জন নারী ও পুরুষ খামারি।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের চাষী মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
ডা. মো. রেজাউল করিম মিয়ার সভাপতিত্বে ও ডা. মো. বয়জার রহমানের সঞ্চালনায় কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
কর্মশালায় বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কৃষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় খামার পরিকল্পনা, রোগবালাই প্রতিরোধ, খামারভিত্তিক আর্থিক ব্যবস্থাপনা ও কৃষিপণ্যের বাজারজাতকরণ বিষয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশে কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নিতে বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা অপরিহার্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন খরচ হ্রাস এবং বাজারমুখী পরিকল্পনা প্রণয়ন করলে কৃষকরা সরাসরি উপকৃত হবেন।
প্রধান অতিথি অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, “দেশের কৃষি খাতকে টেকসই করার জন্য খামার ব্যবস্থাপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এ দেশের ৮০ ভাগ লোক হচ্ছে কৃষক। কৃষকরা চাষাবাদ করে তাই এদের উন্নতি কিভাবে করা যায়, সেটাই আমাদের চিন্তা।”
তিনি বলেন, “গবেষণা ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতাকে একত্রিত করে আমরা কৃষকদের জন্য কার্যকর নির্দেশিকা তৈরি করতে চাই। সঠিক পরিকল্পনা, রোগ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা ও বাজার ব্যবস্থাপনা নিয়ে খামার ব্যবস্থাপনাকে সাজাতে হবে। বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে এ খাত আরো সমৃদ্ধ হবে।”
ঢাকা/লিখন/মেহেদী