রাবিতে ২ দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প
রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হেল্থ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার (১০ ও ১১ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের দক্ষিণে ক্যাম্পটির আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী এ হেলথ ক্যাম্পে প্রায় ৪ হাজার শিক্ষার্থীকে ফ্রি পেপসোডেন্ট, প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে ডেন্টাল চেকআপ, প্রায় ৫০০ জন শিক্ষার্থীকে ব্লাড গ্লুকোজ টেস্ট, প্রায় ১ হাজার শিক্ষার্থীকে ব্লাড প্রেসার ও ২ হাজারের বেশি শিক্ষার্থীর উচ্চতা ও ওজন মেপে দেওয়া হয়।
প্রোগ্রামের ডেন্টাল সাপোর্ট দেয় পেপসোডেন্ট। যেখানে ছিল চারজন ডেন্টিস্ট ও ফ্রি পেপসোডেন্ট এবং কিট ও টেকনিশিয়ান সাপোর্ট দেয় রাজশাহীর ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার।
সংগঠনটির সভাপতি আরিফুল ইসলাম বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হেল্থ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন শিক্ষার্থী সুস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিয়ে কাজ করে। আমরা ফ্রি হেল্থ ক্যাম্পে যথেষ্ট সাড়া পেয়েছি। আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীরা যে স্বাস্থ্য সচেতন হয়।”
তিনি বলেন, “ফ্রি হেল্থ ক্যাম্প বিশ্ববিদ্যালয়ে আমরাই প্রথম করেছি। সামনে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। প্রশাসনের সহযোগিতা পেলে আমরা আরো শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিয়ে ভালো আয়োজন করতে পারব, যাতে শিক্ষার্থীরা সুস্থ থাকতে পারে। সুস্থতা শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সামনে শিক্ষার্থীবান্ধব স্বাস্থ্য সচেতনতা ও খাদ্য নিরাপত্তা নিয়ে আমরা আমাদের কার্যক্রম চলমান রাখব।”
ঢাকা/ফাহিম/মেহেদী