ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় দুরপাল্লার শিক্ষা সফর বাতিল ঘোষণা

খুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫০, ১৭ সেপ্টেম্বর ২০২৫  
খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় দুরপাল্লার শিক্ষা সফর বাতিল ঘোষণা

ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সেশনাল ট্যুরে একটি মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত ও ১২ শিক্ষার্থীর আহত হয়েছে। এ ঘটনায় দুরপাল্লার শিক্ষা সফর বাতিলসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে খুবি প্রশাসন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিবৃতিতে এ ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শোকের দিন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল দূরপাল্লার সেশনাল ট্যুর স্থগিত করা হলো। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ মুহূর্তে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের সুস্থতার জন্য সার্বক্ষণিকভাবে খোঁজ-খবর রাখছে এবং তদবির করছে বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে খাগড়াছড়ি ও বান্দরবানের সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছে। দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষক এবং প্রশাসনের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে রওনা হয়েছেন। আহতদের চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তারা।

এদিকে, এ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবার গভীরভাবে মর্মাহত উল্লেখ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকবৃন্দ শোকের সঙ্গে নিহত শিক্ষার্থীর পরিবারকে সমবেদনা জানিয়েছেন। এছাড়া নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সকলকে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সুরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করার জন্য পদক্ষেপ নেবে। ছাত্রদের নিরাপত্তা ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন দিক থেকে পর্যালোচনা চলবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত তার ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, “আগামীকাল আমাদের বিশ্ববিদ্যালয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আমরা বিশ্ববিদ্যালয়ের সকল সদস্যকে আহতদের জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি।”

ঢাকা/হাসিব/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়