ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ চেয়ে নবীনদের বিক্ষোভ

রাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০২, ২৫ আগস্ট ২০২৫   আপডেট: ২৩:০৩, ২৫ আগস্ট ২০২৫
রাকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ চেয়ে নবীনদের বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট প্রদানের সুযোগ চেয়ে বিক্ষোভ করেছে ২০২৪-২৫ সেশনের একদল নবীন শিক্ষার্থী।

সোমবার (২৫ আগস্ট) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে এ দাবি জানান তারা।

আরো পড়ুন:

এ সময় ‘৭২ ছাড়া রাকসু, চলবে না চলবে না’, ‘মানি না মানবো না’, ‘ফ্রেশারদের ভোটাধিকার, দিতে হবে দিতে হবে’, ‘রাকসু ফি দিয়েছি, ভোটাধিকার চেয়েছি’, ‘রাকসু আমার অধিকার, তুমি কে আটকাবার?’ ইত্যাদি স্লোগান দেন তারা।

এদিকে, নবীন শিক্ষার্থীদের এ বিক্ষোভ কর্মসূচি চলাকালে রাবি শাখা ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীদের আশেপাশে ঘুরতে দেখা যায়।

এ সময় ইসলামিক স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থী মো. বেনজীর হোসেন বলেন, “ডাকসুতে নবীন শিক্ষার্থীরা ভোট দিতে পারছে; তাদের তালিকাও প্রকাশিত হয়েছে। কিন্তু রাকসুতে ৭২তম ব্যাচের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। আমাদের দাবি, রাকসুর ভোটার তালিকায় ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত করতে হবে এবং ভোটাধিকার প্রদানের সুযোগ দিতে হবে।”

আরেক শিক্ষার্থী  মো. লতিফুর রহমান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ব্যাচের শিক্ষার্থীরা যেখানে ডাকসুতে ভোট প্রদান করতে পারছে, কিন্তু আমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তারা রাকসুতে ভোট প্রদান করতে পারছি না। এমনকি ঢাবিতে ২০২৪-২৫ সেশনের একজন শিক্ষার্থী প্রার্থী হিসেবেও নির্বাচনে দাঁড়িয়েছেন। কিন্তু আমাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। এটি একটি বৈষম্য। রাকসুতে ভোট প্রদানের সুযোগ না দেওয়া হলে, আমরা আরো বড় আন্দোলন গড়ে তুলবো।”

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী আবু সাইদ বলেন, “২৪-এর গণঅভ্যুত্থান দেখে আমরা শিখেছি কিভাবে অধিকার আদায় করতে হয়। এটি আমাদের শেষ কর্মসূচি নয়। রাকসু নির্বাচনে ভোটাধিকার প্রদানের সুযোগ না দেওয়া হলে, আগামীকাল মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্যারিস রোডে সকাল ১১টায় আমরা মানববন্ধনের ডাক দিচ্ছি। অধিকার আদায়ে আমরা বদ্ধ পরিকর।”

তবে এ নিয়ে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, “নিয়ম অনুযায়ী ২৭ জুলাইয়ের মধ্যে যাদের ফলাফল প্রকাশিত হয়েছে, তাদের রাকসু নির্বাচনে ভোট প্রদানের সুযোগ নেই। যেহেতু ২৭ জুলাইয়ের সময় পর্যন্ত ৭২তম ব্যাচ (২০২৪-২৫ সেশন) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি। সেজন্যই মূলত এই ব্যাচের শিক্ষার্থীরা সামনের রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট প্রদান করতে পারছে না। আমরাতো নিয়মের বাইরে যেতে পারি না।”

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়