ঢাকা     শনিবার   ০৮ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাকসু: নির্বাচনী প্রচারের সময় বাড়ল ১০ দিন

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ৫ অক্টোবর ২০২৫   আপডেট: ২০:০০, ৫ অক্টোবর ২০২৫
রাকসু: নির্বাচনী প্রচারের সময় বাড়ল ১০ দিন

ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণার সময় ১০দিন বাড়ানো হয়েছে। 

শনিবার (৪ অক্টোবর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীরা প্রচার কার্যক্রম ৫ অক্টোবর সকাল ৮টা থেকে শুরু করে ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চালাতে পারবেন। তবে পূর্বের ন্যায় নির্বাচনী সব আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এ বিষয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, “১৬ অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। যথাসময়ে ভোটগ্রহণ সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করছি।”

এর আগে, প্রতিষ্ঠানিক সুবিধার দাবিতে শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করেন। এতে গত ২২ সেপ্টেম্বর রাকসু নির্বাচন কমিশনের এক জরুরি সভায় ভোটগ্রহণের তারিখ ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এবার প্রচারের সময় বৃদ্ধির সিদ্ধান্ত নেয় কমিশন।

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়