রাবির দ্বাদশ সমাবর্তন কাল, উৎসবের আমেজে মুখরিত ক্যাম্পাস
রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। বুধবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টেডিয়ামে সমাবর্তনের কার্যক্রম অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। ইতোমধ্যে সকল কাজ প্রায় শেষ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষ্যে ক্যাম্পাসের প্রতিটা অঙ্গন সাজানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট শিক্ষার্থীরা ইতোমধ্যে দূর-দূরান্ত থেকে চলে এসেছে। দেশের নানা প্রান্ত থেকেই শুধ নয়, বিদেশ থেকেও গাউন পরে হ্যাট উড়াতে চলে এসেছে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা। জীবনের এই পর্যায়ে এসে মা-বাবা, শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তারা। বিশ্ববিদ্যালয় জীবনের মধুর স্মৃতি অমলিন থাকবে সারাজীবন। জীবনের প্রতি বাঁকে হয়ে থাকবে সুখস্মৃতি।
সুন্দরভাবে সমাবর্তনটি সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। সমাবর্তনের মূল প্যান্ডেলের কাজ ইতোমধ্যে শেষ। গাছগুলোতে সাদা চুন দেওয়া হয়েছে। রাস্তাঘাট পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় যেন একদম ঝকঝকে তকতকে করা হয়েছে। ভবনগুলোতে করা হয়েছে আলোকসজ্জা। এ যেন এক অন্যরকম পরিবেশ।
সমাবর্তনকে কেন্দ্র করে আজ বিকেল ৪ টা থেকে রাত ৮টা ও সমাবর্তনের দিন সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগ থেকে দেওয়া হবে গাউন, টুপিসহ অন্যান্য সমাবর্তন সামগ্রী। দ্বাদশ সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে চলছে উৎসবের আমেজ।
বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তনে অংশ নেবেন ৫ হাজার ৩৪৮ জন গ্র্যাজুয়েট ও গবেষক। এতে উপস্থিত থাকবেন ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রী অর্জনকারীগণ । ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রী অর্জনকারীগণ । ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত এমফিল, এমডি ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীগণ।
বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টেডিয়ামে আয়োজিত মূল সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। সমাবর্তনে বিশেষ আতিথি হিসাবে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের উপদেষ্টা প্রফেসর ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।
সমাবর্তনস্থলে প্রবেশের জন্য আইডি আইডি কার্ড সঙ্গে আনতে হবে। সমবর্তনস্থলে কেবল নিবন্ধিত গ্র্যাজুয়েটগণ প্রবেশ করতে পারবেন তবে সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের পরিবারের সদস্যরাও প্রবেশ করতে পারবেন।
সমাবর্তনের সার্বিক পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহা ফরিদ উদ্দীন খান বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় দ্বাদশ সমাবতন আগামীকাল হতে যাচ্ছে আমরা সমস্ত প্রস্তুতি সম্পন্ন। অলরেডি আমাদের যারা গ্রাজুয়েট তারা আসা শুরু করেছে। এই মুহূর্তে ক্যাম্পাস একেবারে উৎসবে পরিপূর্ণ। আশা করি সবকিছু ঠিকঠাক মত হবে ইনশাআল্লাহ। আর যারা এখনো পথে আছে তাদের আমি তাদের সুস্থতা এবং নিরাপদ নিরাপদ ভ্রমণ কামনা করছি। সম্মানিত যারা অতিথি বৃন্দ তারাও একটু খুবই অল্প সময়ের মধ্যে চলে আসবেন। আমার মনে হচ্ছে যে খুবই দারুণ একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি।”
তিনি আরো বলেন, “রেজিস্টারকৃত গ্রাজুয়েটরা বিভাগ থেকে তাদের উপহার সামগ্রী সংগ্রহ করবে আর আমাদের যারা অন্যান্য অতিথি সম্মানিত শিক্ষক তাদেরটা আমাদের সিনেট ভবন থেকে এখান থেকে দেয়া হবে।”
ঢাকা/ফাহিম/জান্নাত