ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ফেনীতে হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ৮ ফেব্রুয়ারি ২০২১  
ফেনীতে হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

ফেনীর ফুলগাজী উপজেলায় সিএনজি অটোরিকশার চালক মুলকত আহম্মদ ওরফে কালা মিয়া হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৮ ফেব্রুয়ারি) ফেনীর জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুননেছা এই আদেশ দেন। এই মামলার ১৬ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি হাফেজ আহম্মদ। তিনি দণ্ডাদেশের বিষয় নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হুমায়ুন হাছান রাকীব, আবদুর রহমান মানিক ও আবু তৈয়ব বাবলু। মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সুমন চন্দ্র রায়কেও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে পরশুরাম থেকে সিএনজি অটোরিকশা চালিয়ে মুন্সিরহাটের উদ্দেশে রওনা হয় মুলকত আহম্মদ। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। একপর্যায়ে রাত ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই ফখরুল আহম্মদ মজুমদার বাদী হয়ে ফুলগাজী থানায় হত্যা মামলা দায়ের করেন।
 

সৌরভ/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়