ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতফেরত ব্যক্তির করোনা শনাক্ত 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ১৬ মে ২০২১  
ব্রাহ্মণবাড়িয়ায় ভারতফেরত ব্যক্তির করোনা শনাক্ত 

ব্রাহ্মণবাড়িয়ায় ভারত থেকে ফিরে এসে কোয়ারেন্টিনে থাকা আরেক ব্যক্তির  (৫৪) দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ভারতফেরত দুইজনের করোনা শনাক্ত হলো। তারা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

নতুন করে করোনায় ওই ব্যক্তির বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায়। তিনি সপ্তাহখানেক আগে দেশে ফিরেছেন।

সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ১২ মে ওই ব্যক্তির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। শনিবার (১৫ মে) রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। রাতেই তাকে জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়। তার মাঝে করোনার উপসর্গ নেই। 

সিভিল সার্জন জানান, আর আগে ভারত থেকে ফিরে আসা এক নারী করোনা পজেটিভ হয়েছিল। পরে তার ফলাফল নেগেটিভ এসেছে। ওই নারীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ড থেকে সরিয়ে অন্য ওয়ার্ডে রাখা হয়েছে। 

সম্প্রতি সদর উপজেলার ওই ব্যক্তি আখাউড়া স্থলবন্দর দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আসেন। পরে তাকে জেলা শহরের আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে পাঠানো হয়। 
 

রুবেল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়