ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

শেষটা আরো ভালো করতে চায় বাংলাদেশ

ইয়াসিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ২১ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শেষটা আরো ভালো করতে চায় বাংলাদেশ

মাহমুদউল্লাহর সঙ্গে বাংলাদেশ দলের স্পিন কোচ রুয়ান কালপাগে

ক্রীড়া প্রতিবেদক : দশম হোয়াইটওয়াশের অপেক্ষায় বাংলাদেশ। ২০০৬ সালে কেনিয়াকে প্রথমবারের মত হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। শেষবার ২০১৩ সালে নিউজিল্যান্ডকে। এবার সেই সুযোগ এসেছে পাকিস্তানের বিপক্ষে।

 

বুধবার পাকিস্তানকে হারাতে পারলেই তিনে তিন বাংলাদেশবাঘের গর্জনে ঘায়েল পাকিস্তান। বাংলাদেশ দল যে পেশারদার দলের মত আচরণ শুরু করেছে তা বলাই যায়। এইতো পাকিস্তানকে হারানোর পর কোনো উদযাপন নেই্! মনে হল আইসিসির সদস্যভুক্ত কোনো দলকে হারিয়েছে তারা। এগুলো বড় দল গুলো করে। এখন বড় দলগুলোর মত হোয়াইটওয়াশের চিন্তা না করে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে আরো ভালো করতে চায় বাংলাদেশ।

 

এমনটি জানালেন স্পিন কোচ রুয়ান কালপাগে, ‘ছেলেরা বিশ্বকাপ থেকেই বেশ ভালো করে আসছে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিতে নেওয়ায় বেশ খুশি তারা। এখন ছেলেরা তৃতীয় ওয়ানডের দিকে তাকিয়ে আছে। হোয়াইটওয়াশের চিন্তা আছে কিন্তু প্রথম দুই ম্যাচের ভুলগুলো শুধরাতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।’

 

শেষ ম্যাচে দলে পরিবর্তন আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে কালপাগে বলেন, ‘আমাদেরকে র্যাং ঙ্কিংয়ে এগিয়ে যেতে হবে। এখন সময়টা এক্সপেরিমেন্ট করার না।  আমাদেরকে র্যাং ঙ্কিংয়ে উন্নতি করতে হবে। আমি মনে করে বাংলাদেশের জন্যে আগামীকালকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ এভাবে ম্যাচ জিততে পারলেই আমরা র্যাং ঙ্কিংয়ে উন্নতি করবো। একধাপ এগিয়ে যেতে পারবো।’

 

কালপাগে আরও বলেন, ‘আমরা শেষ ছয়মাস ধরে কঠোর পরিশ্রম করছি। ক্রিকেটারদের যখন আত্মবিশ্বাস থাকে তখন তাদের ফর্মও চলে আসে।  সে সময়ে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগই বেশ ভালো করে। এখন দলের আত্মবিশ্বাস বেশ ভালো বলে আমরা ভালো করছি। এখন আর একটি ম্যাচ আছে। সেখানেও ভালো করতে হবে।’

 

কালপাগে জানান, খেলোয়াড়রা তাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। এজন্য সহজেই বাংলাদেশের জালে জয় এসে ধরা দিচ্ছে। এজন্য ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফদেরও প্রশংসা করেন শ্রীলঙ্কান এই কোচ।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ এপ্রিল ২০১৫/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়