ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আতিক-তাপসকে ভোট দেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫০, ২০ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আতিক-তাপসকে ভোট দেওয়ার আহ্বান

ঢাকার উন্নয়নে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী আতিকুল ইসলাম এবং ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে আতিক-তাপস সমর্থক গোষ্ঠী।

সোমবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান মনিরুল হক, সহসভাপতি নাজমুল হাসান, মহাসচিব সালাউদ্দীন আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ভোটারদের মূলবান ভোটের উপর ঢাকা মহানগরের অর্থনৈতিক, সামাজিক উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার সুরক্ষা নির্ভর করছে। আমাদের প্রত্যাশা এই নির্বাচনের মাধ্যমে ঢাকায় যানজট, বায়ু দূষণ ও সড়কের পাশে ময়লার স্তুপ থাকবে না। শিশুপার্কসহ বিনোদন কেন্দ্র, খেলার মাঠ, ফুটপাত দখল মুক্ত হবে। 

এতে আরো বলা হয়, এই নির্বাচনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আগুন সন্ত্রাসসহ তাদের আগের কর্মকাণ্ড মানুষ ভুলেনি। ওরা আবারো দানবের মতো মাঠে নামবে। তাই এদের হাত থেকে ঢাকাবাসীকে রক্ষা করতে আতিক-তাপসকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।


ঢাকা/নূর/জেনিস 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়