ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে বদলি শিক্ষককে ফেরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মুন্সীগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ২৪ সেপ্টেম্বর ২০২৩  
মুন্সীগঞ্জে বদলি শিক্ষককে ফেরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মুন্সীগঞ্জে সদরে বদলি হওয়া এক শিক্ষককে আবারও স্কুলে ফেরাতে জেলা প্রশাসক কার্যালয়ের গেটে অবস্থান নিয় বিক্ষোভ করেছে আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরা। রোববার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেয় ওই স্কুলের শতাধিক ছাত্রী। 

এ সময় ২ ঘণ্টার বিক্ষোভে স্কুলের বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ও বদলি হওয়া ভূগোল শিক্ষক ইব্রাহিম কবিরকে বিদ্যালয়ে ফেরানোর দাবিতে স্লোগান দিতে থাকে তারা। বিক্ষোভকারী ছাত্রীরা জানান, স্কুলে বিভিন্ন অনিয়ম ও কোচিং বাণিজ্যের প্রতিবাদ করার কারণে কিছু শিক্ষকের রোসানলে পড়েন ভুগোল শিক্ষক ইব্রাহিম কবির। তাদের যোগসাজশে সম্প্রতি তাকে বদলি করে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। এতে আসন্ন বার্ষিক পরীক্ষার আগে ভূগোল বিষয়ে পাঠ অর্জন নিয়ে বিপাকে পড়তে হয়েছে শিক্ষার্থীদের। শিক্ষক ইব্রাহিমকে ফেরত আনা ও স্কুলের অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ছাত্রীরা।

আরো পড়ুন:

পরে শিক্ষার্থীদের প্রতিনিধির সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক আবু জাফর রিপন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিফা খান ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ফিরে যায়। 

এ বিষয়ে আফিফা খান জানান, শিক্ষার্থীদের কথা জেলা প্রশাসক শুনেছেন। তাদের সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযোগে বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক জানান, শিক্ষকদের বদলি স্বাভাবিক প্রক্রিয়া। এটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের হাতে। বদলি হওয়া শিক্ষক বিভিন্ন সময় মিটিংয়ে অশালীন কথাবার্তা বলতেন, অন্য শিক্ষকদের বিষয়ে অভিযোগ করতেন। তবে কোনো শিক্ষক যদি কোচিংয়ে যুক্ত থাকেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
 

রতন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়