ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে ডেঙ্গুতে ৫ মৃত্যু 

ফরিদপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ২৬ সেপ্টেম্বর ২০২৩  
ফরিদপুরে ডেঙ্গুতে ৫ মৃত্যু 

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৩ জনে। এছাড়া একই সময় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৬২ জন ভর্তি হয়েছেন।

মারা যাওয়ারা হলেন- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বনগ্রামের বাসিন্দা আবু বক্কার বিশ্বাসের স্ত্রী জয়নব বেগম (৫৫), সদরপুর উপজেলার লাবনী আক্তার (২৫), ভাঙ্গা উপজেলার নিখিল সরকারের ছেলে সমীর সরকার (২২), ভাঙ্গা উপজেলার রাকিবুল ইসলামের স্ত্রী সানজিদা বেগম (২৭) এবং কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মধুসুধন বিশ্বাস (৭৫)।

আরো পড়ুন:

ফরিদপুরের সিভিল সার্জন জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন নারী এবং দুই জন পুরুষ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৯০ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ৩৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো জানান, বর্তমানে ৮১০ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৫৩ জনের মৃত্যু হয়েছে।

তামিম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়