ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডাকঘর সঞ্চয় স্কিমে বিনিয়োগের সীমা কমল

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ডাকঘর সঞ্চয় স্কিমে বিনিয়োগের সীমা কমল

সরকারের সুদ পরিশোধ বাবদ ব্যয় কমানো এবং আমানতকারীদের ব্যাংকে পাঠাতে ডাকঘর সঞ্চয় ব্যাংকে বিনিয়োগের সীমা দুই তৃতীয়াংশ কমিয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে ডাকঘর সঞ্চয় হিসাবে একক নামে ১০ লাখ টাকা আর যৌথ নামে ২০ লাখ টাকা রাখা যাবে।  যা আগে ছিল যথাক্রমে ৩০ লাখ ও ৬০ লাখ টাকা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব কর্মসূচিতে একক নামে বিনিয়োগ করা যাবে সর্বোচ্চ ১০ লাখ টাকা, যা আগে ছিল ৩০ লাখ টাকা পর্যন্ত।  যুগ্ম-নামে বিনিয়োগের ঊর্ধ্বসীমা আগে ছিল ৬০ লাখ টাকা।  সেটি কমিয়ে ২০ লাখ টাকা করা হয়েছে।  ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাবেও একই সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ডাকঘর সঞ্চয় স্কিমের মুনাফার হার প্রায় অর্ধেক কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল আইআরডি। অবশ্য পরে নানা মহলের আপত্তির মুখে সরকার আগেরটিই বহাল রাখে। ১৭ মার্চ নতুন প্রজ্ঞাপন দিয়ে তা কাযর্কর করা হয়। দুই মাসের মাথায় আরেক প্রজ্ঞাপন দিয়ে বিনিয়োগের সীমা কমিয়ে এক তৃতীয়াংশে নামানো হলো।

 

হাসনাত/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ