ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনায় আক্রান্ত ডিএসই’র ৩ কর্মকর্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় আক্রান্ত ডিএসই’র ৩ কর্মকর্তা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তিনজন কর্মকর্তা।  তবে আক্রান্তরা সবাই ভালো আছেন।  এছাড়া আরও দুইজন কর্মকর্তার করোনাভাইরাসের উপসর্গ রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক ইমাম হোসেন জানান, আল্লাহর রহমতে ভালো আছি।  চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছি। শ্বাসকষ্ট তেমন নেই।

ম্যানেজার আব্দুল কাদের বলেন, আমি করোনা আক্রান্ত হয়েছি অনেক দিন হয়ে গেছে। এখন ভালো আছি। আগামীকাল আবার পরীক্ষা করাবো।  তবে শ্বাসকষ্ট বা বড় কোনো সমস্যা হয়নি।

এজিএম সৈয়দ মাহমুদ জুবায়ের বলেন, আমার শুক্রবার থেকে জ্বর-ঠাণ্ডা রয়েছে।  রোববার করোনা পরীক্ষা করতে দিয়েছি।  এখনো রিপোর্ট পাইনি।  চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছি।

সিনিয়র ম্যানেজার শহীদুল্লাহ বলেন, আমার করোনা উপসর্গ দেখা দিলে পরীক্ষা করাই। রিপোর্ট নেগেটিভ এসেছে।  এখন শারীরিকভাবে সুস্থ আছি।


ঢাকা/এনটি/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়