ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মিথ্যা তথ্য দেওয়ায় কাট্টালি টেক্সটাইল পরিচালকদের জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৮, ১৬ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মিথ্যা তথ্য দেওয়ায় কাট্টালি টেক্সটাইল পরিচালকদের জরিমানা

পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ যথাযথ ব্যবহার না করে কমিশনে মিথ্যা তথ্য দেওয়ায় কাট্টালি টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালকসহ পরিচালকদেরকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিএসইসির ৭৩২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাট্টালি টেক্সটাইল শেয়ারবাজার থেকে উত্তোলিত টাকা যথাযথ ব্যবহার না করে এবং কমিশনে দাখিল করা মাসিক (ফেব্রুয়ারি ২০১৯) আইপিও থেকে উত্তোলিত অর্থের ব্যবহার সম্পর্কিত মিথ্যা তথ্য দেয়। এ সংক্রান্ত জাল ব্যাংক বিবরণী কমিশনে দাখিলের মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর সেকশন ১৮ লঙ্ঘন করেছে।

এজন্য কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালককে ১ কোটি টাকা ও অন্যসব পরিচালকদেরকে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতিত) ৫০ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।


ঢাকা/এনটি/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়