ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিন গড়াচ্ছে, বাড়ছে বাণিজ্য মেলায় বেচাকেনা

মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ১ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিন গড়াচ্ছে, বাড়ছে বাণিজ্য মেলায় বেচাকেনা

বাণিজ্য মেলাতে ক্রেতাদের ভিড়

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১ ফেব্রুয়ারি : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিনে শনিবারে দর্শকের উপচে পড়া ভিড় দেখা গেছে। দিন যত গড়াচ্ছে বাণিজ্য মেলায় বেচাকেনা তত বাড়ছে।

শনিবার বিকেলে ইফাদ ফুড প্যাভিলিয়নের ব্র্যান্ড ম্যানেজার, সাকিব মো. তালহার সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকে বেশি। মেলা শুরুর দিকের চেয়ে এখন বেচাকেনা বাড়ছে। দর্শকের চাহিদা বেশি প্যাকেজভিত্তিক পণ্যে। বাচ্চাদের আইটেম বেশি থাকায় এখানে তারা বেশি ভিড় জমায়।

আরএফএলের প্যাভিলিয়নে ঢুকে দেখা যায়, বেচাকেনায় ব্যস্ত সবাই। কথা বললাম, এমএসআই হেদায়ত উল্লাহর সঙ্গে। তিনি বললেন, শুরুর দিকে মানুষ ঘুরেফিরে পণ্য দেখেই চলে যেত। এখন যারা মেলায় আসছেন সবাই কিছু না কিছু কিনছেন।

সাপ্তাহিক ছুটির প্রথম দিন শুক্রবার বেশি ভিড় থাকার কারণে মানুষ তেমন কেনাকাটা করতে না পারলেও দ্বিতীয় দিন শনিবার বিক্রি বেশি হয়েছে। মেলা উপলক্ষে বিভিন্ন ছাড় থাকার কারণে বিক্রি বেশি হচ্ছে বলে জানান তিনি।

এ ছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন মেলায়। কেউ একা আবার কেউ বা সপরিবারে চলে আসছে।

 

রাইজিংবিডি / মামুন / লিমন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়