ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিআরআর ও এসএলআর আলাদা হিসাবের নির্দেশ

ইভা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ১৯ জানুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিআরআর ও এসএলআর আলাদা হিসাবের নির্দেশ

বাংলাদেশে ব্যাংক লোগো

অর্থনৈতিক প্রতিবেদক
ঢাকা, ১৯ জানুয়ারি : সংশোধিত ব্যাংক কোম্পানি আইন-১৩ এর আলোকে আগামী মাস থেকে নগদ জমা সংরক্ষণ (ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর) ও বিধিবদ্ধ জমা অনুপাত (স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও বা এসএলআর) আলাদা ভাবে করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার ব্যাংকিং নীতি ও প্রবৃদ্ধি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশে ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি আইন সংশোধনীর ফলে প্রচলিত ধারার ব্যাংকগুলোর সিআরআরের অতিরিক্ত নগদ জমাসহ সহজে বিনিময়যোগ্য সম্পদের রক্ষণীয় মাত্রা দৈনিক ভিত্তিতে তাদের মোট তলবী ও মেয়াদি দায়ের ১৩ শতাংশের এবং ইসলামী ব্যাংকগুলোর ক্ষেত্রে এই মাত্রা ৫ দশমিক ৫ শতাংশের কম হবে না।

অন্যদিকে সাপ্তাহিক ভিত্তিতে মোট তলবী ও মেয়াদি দায়ের ৬ শতাংশ সিআরআর হিসেবে সংরক্ষণ করার বিধান রয়েছে। একইসঙ্গে দৈনন্দিন ভিত্তিতে মোট তলবী ও মেয়াদী দায়ের সাড়ে ৫ শতাংশ প্রভিশন রাখতে হবে। এছাড়া সিআরআর ও এসএলআর সংরক্ষণের ক্ষেত্রে মুদ্রানীতি বিভাগের নির্দেশনা মেনে চলার কথা বলা হয়েছে।

 

রাইজিংবিডি / ইভা / সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়