ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

যে সব কারণে বেড়েছে স্বর্ণের দাম

কেএমএ হাসনাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যে সব কারণে বেড়েছে স্বর্ণের দাম

হু-হু করে বাড়ছে স্বর্ণের দাম।  অর্থনীতিবিদ ও ব‌্যবসায়ীরা বলছেন, ডলারের ওপর আস্থা হারানো ছাড়াও আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করেই স্বর্ণ মজুদের ওপর ঝুঁকছেন বিনিয়োগকারীরা।  এ কারণে স্বর্ণের দাম বাড়ছে। 

অর্থনীতিবিদরা বলছেন, স্বর্ণের দাম বাড়ার পেছনে প্রধান কারণ মুদ্রাস্ফীতি। তাদের মতে, মুদ্রাস্ফীতির পরিমাণ বাড়লে মুদ্রার মান কমে যায়।  আর মুদ্রার মান কমে গেলে নগদ অর্থের চেয়ে স্বর্ণে বিনিয়োগে আগ্রহী হয়ে ওঠেন অনেকেই। 

সুদের হারের সঙ্গে স্বর্ণের দামের সম্পর্ক রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলেন, সুদের হার কমে গেলে বিনিয়োগকারীর আমানতের ওপর ভালো রিটার্ন পান না।  তখনই তারা আমানত ভাঙিয়ে স্বর্ণে বিনিয়োগের দিকে ঝুঁকে পড়েন। 

মুদ্রার মানও স্বর্ণের দাম ওঠানামায় প্রভাব ফেলে মনের করেন বিশ্লেষকরা।  তারা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মার্কিন ডলারে লেনদেন হয়ে থাকে। আন্তর্জাতিক বাজারে ডলারের অবস্থা এখন স্থিতিশীল নয়। এর প্রভাবেও স্বর্ণের দাম বাড়তে পারে। এছাড়া, ভারতীয় গহনা বাজারের চাহিদার ওপরও স্বর্ণের দামের ওপর প্রভাব ফেলে।    

এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ‘স্বর্ণ আমাদের অত‌্যাবশ‌্যকীয় পণ্য নয়।  ডলারের দাম আন্তর্জাাতিক বাজারে বারবার ওঠানামা করছে।  এতে বিশ্বজুড়ে ডলারের ওপর আস্থাহীনতা বাড়ছে।  এ কারণে বেশিরভাগ মানুষ বিনিয়োগের নির্ভরযোগ্য খাত হিসেবে স্বর্ণ কিনছেন।  ফলে স্বর্ণের চাহিদা বেড়েছে। বেড়েছে দামও।  তবে, এই অবস্থা কত দিন থাকে, তাও দেখার বিষয়।  তবে, পুরো বিষয়টি নির্ভর করছে ডলারের দাম ওঠানামার ওপর।’

জানতে চাইলে ভেনাস জুয়েলার্স, বসুন্ধরা শপিং মল শাখার  ম্যানেজার মনোরঞ্জন সরকার বলেন, ‘বিশ্বের দুই পরাশক্তি আমেরিকা ও চীনের সম্পর্কে অবনতি ও মানুষের হাতে থাকা অতিরিক্ত অর্থ স্বর্ণে বিনিয়োগের  কারণেই এর চাহিদা বেড়ে গেছে।  ফলে দামও বেড়েছে।’

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতি গঙ্গা চরণ মালাকার বলেন, ‘বিশ্ব বাজারে ডলারের দাম যখন পড়ে যায়, তখন সোনার দাম বাড়তে থাকে।  বর্তমানে ভারত, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে ডলারের দাম পড়ে গেছে। ফলে চীনসহ বিভিন্ন দেশে অনেকেই ডলার বিক্রি করে সোনা কিনতে শুরু করেছেন।’  এসব কারণে স্বর্ণের চাহিদা-দাম—দুই-ই বাড়ছে বলে মনে করেন তিনি। 

হাসনাত/এনই
 

রাইজিংবিডি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়