ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা বিএসটিআই’র

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৪, ৬ সেপ্টেম্বর ২০২০  
৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা বিএসটিআই’র

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন

পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকায় ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোববার (০৬ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী এই জরিমানা করা হয়েছে।

জানা গেছে, ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেসার্স মি. বেকারস এর ব্রেড ও চানাচুর পণ্যের, মেসার্স মিঠাই এর ব্রেড, চানাচুর ও জেলি পণ্যের এবং মেসার্স মিনা সুইটস এর ব্রেড ও কেক পণ্যের পণ্য মোড়কজাতকরণ সংক্রান্ত নিবন্ধন সনদ না থাকায় প্রতিষ্ঠান তিনটিকে যথাক্রমে ৫০ হাজার, ২০ হাজার ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্ব পরিদর্শক মো. নাজমুস সায়াদত অংশ নেন।

শাহ আলম খান/জেডআর

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়