ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আউডি’র নতুন মডেলের গাড়ি কিউ ৭

বিজনেস ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ১৮ অক্টোবর ২০২০  
আউডি’র নতুন মডেলের গাড়ি কিউ ৭

আউডি’র নতুন মডেলের গাড়ি কিউ ৭ উদ্বোধন করা হয়েছে।
 
এ উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহল্টজ, আউডি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাদ নুসরাত খান এবং বিপণন ব্যবস্থাপক শীতাল তাসলিম। 

এক বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে, আউডি কিউ ৭ মডেলের গাড়িটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় এবং এই সেগমেন্টে সবচেয়ে বেশি বিক্রিত।  নতুন ডিজাইনের এসইউভি গাড়িটি গতি এবং এর প্রযুক্তিগত বৈশিষ্ট্যে অনন্য। স্বতন্ত্র বৈশিষ্ট্য দেওয়ার পাশাপাশি কিউ ৭ এর পরিবর্তিত ডিজাইন গাড়িটিকে আরও শক্তিশালী করেছে। আউডি কিউ ৭ গাড়িটিকে আরও আধুনিকায়ন করা হয়েছে দৃষ্টিনন্দন এবং প্রযুক্তিগতভাবে।  এটি এখন আরও বড়, উন্নত এবং অসংখ্য নতুন প্রযুক্তি এবং বৈশিষ্ট্যসমৃদ্ধ। 

নতুন ডিজাইনের অষ্টাভুজাকৃতির একক ফ্রেম গ্রিল গাড়িটিকে করেছে শক্তিশালী, বলিষ্ঠ এবং দেখতে আকর্ষণীয়। নতুন কিউ ৭-এ আছে ৩ লিটার ভি৬ টার্বো চার্জড ইঞ্জিন এবং মাইল্ড হাইব্রিড প্রযুক্তি। যার সর্বাধিক আউটপুট হলো ৩৪০হর্স পাওয়ার এবং ৫০০ নিউটন মিটার টর্ক। আউডি কিউ ৭ মডেলের গাড়িটিতে রয়েছে ফোর হুইল ড্রাইভ কোয়াট্রোসহ ৮ স্পিড ট্রিপটোনিক ট্রান্সমিশন।  

আউডি কিউ ৭-এর পাঁচটি সারসংক্ষেপ
১.    আউডি কিউ ৭-এ আছে দুটি বড় টাচস্ক্রিন যা নিশ্চিত করে হ্যাপটিক এবং অ্যাকুয়েস্টিক ফিডব্যাক, যা সম্পূর্ণ কাস্টমাইজড।
২.    সামনে এবং পেছনের মেট্রিক্স এলইডি লাইট ঝকঝকে আলো দেয়, যা চলার পথের নিরাপত্তা নিশ্চিত করে। 
৩.    এতে আছে রেয়ার টাচস্ক্রিনের সঙ্গে ফোর জোন এয়ার কন্ডিশনিং।
৪.    আউডি কিউ ৭-এ আছে স্বয়ংক্রিয়ভাবে দরজা বন্ধ হওয়ার প্রযুক্তি, যা খুবই সুবিধাজনক এবং আরামদায়ক।
৫.    কিউ ৭-এর অ্যাডাপটিভ এয়ার সাসপেনশনে অব রোড মোডসহ রয়েছে ৬টি পরিবর্তনযোগ্য রাইড মোড, যার ফলে বাংলাদেশের বিভিন্ন স্থানে মসৃণভাবে চলাচল করতে পারে। 

গাড়িটিতে আরও রয়েছে কনট্যুর লাইটিং প্যাকেজ, বস থ্রিডি অ্যাডভান্সড সাউন্ড সিস্টেম, ২০ ইঞ্চি অ্যালোয়, ডার্ক টিনটেড গ্লাস, প্যানারোমিক গ্লাস সানরুফ এবং কমফোর্ট কি। 

আউডি কিউ ৭ মডেলের গাড়িটি বাংলাদেশে পাওয়া যাবে ১.৫৮ কোটি টাকায়*। 

বাংলাদেশ আউডি ব্র্যান্ডের অনুমোদিত প্রতিনিধি প্রগেস মোটরস ইমপোর্টস লিমিটেড থেকে আউডি কিউ ৭ মডেলের গাড়িটি কেনা যাবে।

ঢাকা/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়