ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিজিএমইএ নির্বাচন রোববার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ৩ এপ্রিল ২০২১  
বিজিএমইএ নির্বাচন রোববার

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচন আগামীকাল রোববার (৪ এপ্রিল) রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন এবং চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ে একযোগে হবে। ঢাকা অঞ্চলের ১ হাজার ৮৫৩ জন এবং চট্টগ্রাম অঞ্চলের ৪৬১ জন ভোটার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট দেবেন।

করোনা মহামারির মধ্যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন পরিচালনা বোর্ড। করোনা পরিস্থিতিসহ সার্বিক দিক বিবেচনা করে নির্বাচন পরিচালনা বোর্ড ভোট দেওয়ার সময় ৩ ঘণ্টা (সন্ধ্যা ৭টা পর্যন্ত) বাড়ানো এবং পোলিং বুথ ১৪টা করার সিদ্ধান্ত নিয়েছে।

নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য হাবিবুল্লাহ এন করিম জানিয়েছেন, ভোট দেওয়ার সময় সবাইকে মাস্ক পরতে এবং স্বাস্থ্যবিধি মানতে হবে।

গত ১২ জানুয়ারি বিজিএমইএ’র নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৪ এপ্রিল নির্বাচনের পর অনানুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে। চূড়ান্ত ফল ঘোষণা হবে ১০ এপ্রিল। নতুন পরিচালনা পর্ষদ গঠন হবে ১৯ এপ্রিল। দায়িত্ব হস্তান্তর করা হবে ২০ এপ্রিল।

ঢাকা/শিশির/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়