ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মার্চে ডিএসইর শীর্ষ ডিলার ইসলামী ব্যাংক সিকিউরিটিজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ৬ এপ্রিল ২০২১  
মার্চে ডিএসইর শীর্ষ ডিলার ইসলামী ব্যাংক সিকিউরিটিজ

চলতি বছরের মার্চ মাসের শীর্ষ ২০ ডিলারের তালিকা প্রকাশ করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)। মার্চ মাসের লেনদেনের ওপর ভিত্তি করে এ তালিকা প্রকাশ করেছে ডিএসই।

এ তালিকায় শীর্ষ স্থানের রয়েছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। প্রতিষ্ঠানটি ফেব্রুয়ারিতেও শীর্ষ স্থানে ছিল। এছাড়া, দ্বিতীয় স্থানে শেলটেক ব্রোকারেজ লিমিটেড ও তৃতীয় স্থানে উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড রয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শীর্ষ ডিলারের তালিকার অন্যান্য প্রতিষ্ঠানগুলো হলো, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, দোহা সিকিউরিটিজ লিমিটেড, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, সার সিকিউরিটিজ লিমিটেড, এম সিকিউরিটিজ লিমিটেড, এনবিএল সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ, ইউনিক শেয়ার ম্যানেজমেন্ট, শাকিল রিজভি স্টক, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, হযরত আমানত শাহ সিকিউরিটিজ লিমিটেড এবং প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়