ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রূপালী ব্যাংকের চেয়ারম্যান হলেন কাজী সানাউল হক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ৩০ মে ২০২১   আপডেট: ২০:৩২, ৩০ মে ২০২১
রূপালী ব্যাংকের চেয়ারম্যান হলেন কাজী সানাউল হক

রূপালী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান কাজী সানাউল হক (ফাইল ফটো)

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), কর্মসংস্থান ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী সানাউল হককে রূপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (৩০ মে) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে কাজী সানাউল হক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক, কর্মসংস্থান ব্যাংককে তার যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে নিয়োগ প্রদানের নিমিত্তে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘কাজী সানাউল হকের রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে যোগদানের তারিখ আবশ্যিকভাবে এ বিভাগকে অবহিত করার জন্যও অনুরোধ করা হলো।’

এ বিষয়ে রূপালী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান কাজী সানাউল হক রাইজিংবিডিকে বলেন, ‘কিছুক্ষণ আগে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি হাতে পেয়েছি। কাজে যোগ দিতে সপ্তাহখানেক সময় লাগতে পারে।’

ঢাকা/এনএফ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়