ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পুঁজিবাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে  

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ১০ জুন ২০২১  
পুঁজিবাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে  

পুঁজিবাজারে বৃহস্পতিবার (১০ জুন) আগের দিনের চেয়ে সূচক বেড়েছে। এছাড়াও বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

আগের কার্যদিবসের চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমান দাঁড়িয়েছে ২ হাজার ৬৬৯ কোটি ২৫ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৭০০ কোটি ৫৫ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ২০৯টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৮৫ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৩ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৯৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৭৫টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ১১৪ কোটি ৬৪ লাখ টাকা।

/এনএফ/মেয়া/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়