ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পুঁজিবাজারে ৫ দিনে লেনদেন ১২ হাজার ৭১৫ কোটি টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৬, ১২ জুন ২০২১   আপডেট: ১৩:১০, ১২ জুন ২০২১
পুঁজিবাজারে ৫ দিনে লেনদেন ১২ হাজার ৭১৫ কোটি টাকা

দেশের পুঁজিবাজার দিন দিন সূচক ও লেনদেনে নতুন রেকর্ড গড়ছে।

গেলো সপ্তাহে পাঁচ দিনে পুঁজিবাজারে লেনদেন হয়েছে ১২ হাজার ৭১৫ কোটি টাকা। যা আগের সপ্তাহের একই সময়ের চেয়ে ১৯.৫৪ শতাংশ বেশি। আগের সপ্তাহে বাজারে ১০ হাজার ৬৩৬ কোটি টাকা লেনদেন হয়েছিল। আলোচ্য সময়ে পুঁজিবাজারে শুধু লেনদেনই নয়, বাজার মূলধনও বেড়েছে।

শনিবার (১২ জুন) সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথমতে, গেলো সপ্তাহে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ১৮৮ কোটি ২৩ লাখ ৯৯ হাজার টাকা। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১০ হাজার ২৫৮ কোটি ৬৫ লাখ ৬৯ হাজার টাকা। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ১ হাজার ৯২৯ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকা বা ১৮.৮১ শতাংশ।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ৫২৭ কোটি ৪৫ লাখ ৮৯ হাজার টাকা। আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল  ৩৭৮ কোটি ৩২ লাখ ৪২ হাজার টাকা। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৪৯ কোটি ১৩ লাখ ৪৬ হাজার টাকা বা ৩৯.৪১ শতাংশ।

পুরো পুঁজিবাজারে বা দুই স্টক এক্সচেঞ্জে গেলো সপ্তাহে লেনদেন হয়েছে ১২ হাজার ৭১৫ কোটি টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১০ হাজার ৬৩৬ কোটি টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ১৯.৫৪ শতাংশ।

গেলো সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৮ হাজার ৯৪৭ কোটি ৪৫ লাখ ৭৪ হাজার টাকা। সপ্তাহের শেষ দিন তা দাঁড়িয়েছে ৫ লাখ ৯ হাজার ৯৩৭ কোটি ৭৭  লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৯৩০ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গেলো সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৩৩ হাজার ৭৩৯ কোটি ১৮ লাখ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে তা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৫ হাজার ২৩৪ কোটি ৭৬ লাখ টাকা। আলোচ্য সময়ে সিএসইতে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৪৯৫ কোটি ৫৭ লাখ টাকা। পুরো পুঁজিবাজারে বা দুই স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৪৮৫ কোটি টাকা।

গেলো এক সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬ পয়েন্টে অবস্থান করছে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে গেলো সপ্তাহে মোট ৩৭১ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ২১১টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার ও ইউনিট দর।

গেলো সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৮৫ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২০ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৫৯৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ১১৮ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ১২ পয়েন্ট কমে ১ হাজার ৮৩ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে গেলো সপ্তাহে ৩৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে বেড়েছে ১৯৩টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার ও ইউনিট দর।

ঢাকা/এনএফ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ