ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘করোনায় বিপর্যস্ত অর্থনীতির জন‌্য টিকা ব‌্যবস্থাপনা গুরুত্বপূর্ণ’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৫, ২১ জুন ২০২১  
‘করোনায় বিপর্যস্ত অর্থনীতির জন‌্য টিকা ব‌্যবস্থাপনা গুরুত্বপূর্ণ’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (ফাইল ফটো)

করোনা মহামারিতে বিপর্যস্ত অর্থনীতির উন্নয়নের জন‌্য ভ্যাকসিন ব্যবস্থাপনাকে একমাত্র গুরুত্বপূর্ণ উপায় বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সোমবার (২১ জুন) পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত বাজেটোত্তর ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব‌্যক্ত করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এ সময়ে গুরুত্বপূর্ণ হবে ভ্যাকসিন, ভ্যাকসিন এবং ভ্যাকসিন। আমাদের কেউ ভালোবেসে তা দেবে না। উন্নত দেশগুলো নিজেদের মধ্যে বেশি বেশি করে বিরতণ করছে। আমাদের জন্য সংখ্যাটা কম। এশিয়া অঞ্চলে এটা (ভ্যাকটিসন বিতরণ) কম।’

তিনি বলেন, ‘এ অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের একযোগে কাজ করতে হবে। এশিয়ার সবগুলো অঞ্চলকে একসঙ্গে সার্বজনীন টিকা কার্যক্রমের জন্য কাজ করতে হবে।’

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে তিনি বলেন, ‘এজন নাগরিক হিসেবে বলতে পারি, বাজেট সময়োপযোগী হয়েছে। এখন যে সময়, তাতে সবাই সমস্যার মধ্যে আছে। এর মধ্যে প্রান্তিক জনগণ ও ব্যবসা-বাণিজ্যকে গুরুত্ব দিয়ে বাজেট করা হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছে, মানুষ দরিদ্র হচ্ছে। ঘটনাচক্রে কিছু লোক দরিদ্র হচ্ছে, এটা ঠিক। কিন্তু, এজন্য সরকার কিছু করছে না, তা ঠিক নয়। প্রধানমন্ত্রী দরিদ্র মানুষের জন্য বাসস্থানের ব্যবস্থা করছেন। এছাড়া, বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। আমরা তার নির্দেশনায় কাজ করছি।’

রাজস্ব আদয়ের বিষয়ে তিনি বলেন, ‘ছাড় দিয়ে রাজস্ব আদায় হবে না। আমাদের ছাড় দিতে হবে, আবার রাজস্ব আহরণও করতে হবে। এজন্য বিশেজ্ঞদের পরামর্শ দরকার। শুধু ছাড় দেওয়ার কথা বললে হবে না। কীভাবে আদায় করা যায়, তার কথা বলতে হবে। রাস্তা দেখাতে হবে।’

প্রচলিত আইন সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কর্মকর্তারা বই পড়ে পড়ে কাজ করছে। আমাদের যে আইন আছে, তার অনেকগুলোই পুরাতন। এর বিশাল সংস্কার করতে হবে। তা না হলে আমাদের অনেক ভুগতে হবে।’

এমসিসিআই’র সভাপতি ব্যারিস্টার নিহাদ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী। সম্মানিত অতিথি ছিলেন ওয়াশিকা আয়েশা খান এমপি এবং বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। আরও বক্তব্য রাখেন এমসিসিআই‘র সহ-সভাপতি আনিস এ খান এবং পিআরআই’র চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআইএ’র গবেষণা পরিচালক ড. আব্দুর রাজ্জাক এবং এমসিসিআই’র শুল্ক ও কর সংক্রান্ত কমিটির চেয়ারম্যান আদিব এইচ খান। তারা বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সামাজিক প্রেক্ষাপট ও ব্যবসা-বাণিজ‌্যের ওপর গুরুত্ব আরোপ করেন। তথ্য চিত্রের মাধ্যমে প্রবন্ধ উপস্থাপন করেন তারা। 

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান পিআরআেই’র নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।

ঢাকা/শিশির/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়