ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিক্রেতা সংকটে ৫ কোম্পানির শেয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ২৭ জুন ২০২১  
বিক্রেতা সংকটে ৫ কোম্পানির শেয়ার

পুঁজিবাজারে রোববার (২৭ জুন) সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়েছে। এদিন ৫ কোম্পানির শেয়ার দর বেড়ে বিক্রেতা সংকটে পড়েছে। এরমধ্যে সদ্য ওভার দ্যা কাউন্টার (ওটিসি) থেকে মূল মার্কেটে ফিরে আসা কোম্পানিও রয়েছে।  

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্যজানা গেছে।

যেসব কোম্পানির দর বেড়ে বিক্রেতা সংকটে পড়েছে সেগুলো হলো- বাংলাদেশ মনোস্পুল পেপার, তমিজউদ্দিন টেক্সটাইল, পেপার প্রসেসিং, মুন্নু ফেব্রিক্স এবং সোনারগাঁও টেক্সটাইল।

জানা গেছে, বৃহস্পতিবার বাংলাদেশ মনোস্পুল পেপারের শেয়ার দর ছিল ১২৯.২০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ১৪২.১০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ১২.৯০ টাকা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে।

তমিজউদ্দিন টেক্সটাইল: আগের কার্যদিবসে কোম্পানির শেয়ার দর ছিল ৩০.৬০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৩৩.৬০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়েছে।

পেপার প্রসিসিং: আগের কার্যদিবসে কোম্পানির শেয়ার দর ছিল ৪০.৯০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ৪৪.৯০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৯.৭৮ শতাংশ বেড়েছে।

মুন্নু ফেব্রিক্স: আগের কার্যদিবসে কোম্পানির শেয়ার দর ছিল ২৫.৬০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ২৮.১০ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ২.৫০ টাকা বা ৯.৭৫ শতাংশ বেড়েছে।

সোনারগাঁও টেক্সটাইল: আগের কার্যদিবসে কোম্পানির শেয়ার দর ছিল ২৪.৬০ টাকা। আজ কোম্পানির শেয়ার দর বেড়ে সর্বশেষ ২৭ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৯.৭৫ শতাংশ বেড়েছে। দর বাড়ার এক পর্যায়ে কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা সংকটে পড়ে।

ঢাকা/এনএফ /ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়